TahseeNation আপনার নতুন ভিডিওটি দেখলাম আমরা।
.TahseeNation আপনার নতুন ভিডিওটি দেখলাম আমরা।
TahseeNation আপনার নতুন ভিডিওটি দেখলাম আমরা।
আপনি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের expose করেছেন যেটা করা জরুরি ছিলো এই মুহুর্তে কিন্তু আপনি আপনার ভিডিওতে অনেক ভুল ইনফরমেশন তুলে ধরেছেন সেগুলো ক্লিয়ার করবো আমরা।প্রথমেই Ayman Sadiqনিয়ে আপনি যে ভুল তথ্য তুলে ধরেছেন সে ২ নৌকায় পা দিয়ে চলে উনার ফেইসবুকের ব্যাক্তিগত আইডি এবং পেইজে শিক্ষার্থীদের সাপোর্টে লাল প্রফাইল দিয়েছেন এবং অন্যদিকে উনার প্রতিষ্ঠানিক পেইজে ব্লাক প্রফাইল দিয়েছেন সরকারের সাপোর্টে। এটা শতভাগ ভুল উনি কালো এবং লাল ২ টা প্রফাইলই দিয়েছেন শিক্ষার্থীদের সাপোর্টে । যারা সোসাল মিডিয়ায় আন্দোলনের পক্ষে এক্টিভ ছিলো তারা জানেন যে লাল প্রফাইল দেওয়ার আগে আমরা ১৫ জুলাইতে কালো প্রফাইল দিয়েছিলাম নিজেদের আইডিতে পেইজে তখনি Ayman Sadiq কালো প্রফাইল দিয়েছিলেন শিক্ষার্থীদের সমর্থনে। সরকার ১৫/১৬ জুলাইতে কোনো কর্মসূচি দেয়নি যে কালো প্রফাইল দিয়ে শোক পালন করতে হবে।10 Minute School এর ৫ কোটি টাকার যে ইনভেস্টমেন্ট ডিল ছিলো সেটাও বাতিল হয়ে যায় এই আন্দোলনের সমর্থনের জন্য তাও তিনি সরকারের দালালি করেননি বরং শিক্ষার্থীদের পক্ষে উনার অবস্থান তা ক্লিয়ার করেছেন। তারপর আপনি Rafsan the ChotoBhai কে নিয়ে কথা বলেছেন সে সরকারের দালালি করতো” মন্ত্রীদের তেল দিয়ে চলতো ” হ্যা আপনার সাথে আমরা একমত তবে এটাও মানতে হবে যখন আন্দোলন অনেক ভয়ংকর রুপ ধারণ করে তখন রাফসান কিন্তু শিক্ষার্থীদের পক্ষে রাজপথে নেমেছিলো। এবং হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়ই সে হাসিনার বিপক্ষে এবং সরকারের পক্ষে স্লোগান দিছিলো। আর হাসিনার সামনে সে হাসিনার প্রশংসা করেছিলো সেটার ভিডিও তুলে ধরেছেন আপনি অতচো আপনি নিজেও আপনার ফেসবুকের টাইমলাইনে হাসিনার প্রশংসায় লিখেছিলেন হাসিনা মানবতার মা।শেষের দিকে Rs Fahim Chowdhury কে নিয়ে অনেক কথা বললেন সে ছাত্রলীগের সদস্য ছিলো এবং সে এই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে হ*ত্যা*কা*ন্ডে* যুক্ত ছিলো ” এটা শুনার পর তাহসান ভাই আপনার কাছে প্রশ্ন আপনি শাক সবজি খেয়ে ভিডিও বানান নাকি?RS fahim উনার টাইমলাইনে শুরু থেকে ক্লিয়ার করেছিলো উনি ছাত্রদের পক্ষে আছে এবং থাকবে।সে আমাদের সাথে যোগাযোগ করেছিলো কিভাবে ছাত্রদেরকে সহযোগিতা করা যায়। সে অনান্য দালাল কন্টেন্ট ক্রিয়েটরদের মতো বাঙালির আবেগ নিয়ে খেলা করে করেনাই।আবার একটি কল রেকর্ড ফাস করলেন যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। কার কল রেকর্ড কার সাথের কল রেকর্ড কি নিয়ে আলোচনা হইছে কোনো কিছুই ক্লিয়ার করেন নি। কোনো একটা কল রেকর্ডের সাউন্ডকে এনে দিলেন কয়েক সেকেন্ড এর কথাটা কার সাথে হয়েছিলো?এবং সে ভয়েস আপনার কাছে কিভাবে আসলো,আর অপর প্রান্তের ব্যাক্তির কথা নেই কেনো বয়েসে?অনান্য যাদেরকে রোস্ট করেছেন তাদের নিয়ে কিছু বলার নেই আমাদের তারা সত্যিকার অর্থেই দালাল আর বাঙালির ইমোশন নিয়ে খেলা করেই এতদূর আসছে। অতএব আপনি যে ভুল তথ্য গুলো তুলে ধরেছেন আপনার ভিডিওতে সেগুলো অতিদ্রুত সংশোধন করুন এবং যে এডিটেড তথ্য গুলো তুলে ধরেছেন তা আরো পরিষ্কার করুন। পরিশেষে বলবো আপনি নিজেও সরকারের দালালি করেছেন। হাসিনাকে প্রমোট করেছেন এবং অনেক সরকারি অফিসারদের সাথে সু – সম্পর্ক ছিলো আপনার যারা সোসাল মিডিয়ায় সরকারের হয়ে কাজ করতো এবং যারা সরকারের বিরুদ্ধে কিছু বলতো”লিখতো” তাদেরকে বিভিন্ন রকম হুমকি মামলার ভয় দেখানো হতো।