Crime and Criminals

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না

Copyright by https://cyberdevil24.com

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 1

আমাকে স্তন ইঞ্জিনিয়ার বলুন বা স্তন বিশেষজ্ঞ, তাতে আমার কিছু আসে যায় না। আমার সত্য আমার কাছে।

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 2

বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না।পৃথিবী তে ফ্রড মাত্র ই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় —- হুমায়ূন আহমেদ

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 3

তোমরা যখন নামাজ পরে, মজার মজার খাবার টেবিলে সাজিয়ে পরিবারের সাথে খাবে বলে প্রস্তুতি নিচ্ছো, ঠিক এই মুহুর্তেই ৪৪ জনের পরিবার কি করছে ভাবতে পারো?

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 4

ওয়ারীর পেসওয়ারাইন রেস্টুরেন্টে নাকি আগু* লেগেছে, কি হচ্ছে এসব? 

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 5

আল্লাহ, তুমি রহম করো 

বেইলিরোডের অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করি… আজকে জুমাআর দিনে সবাই দুআ করবেন😭

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 6

Angry  রিয়েক্ট দিয়েন না কেউ, ফেসবুক রেস্ট্রিকশন দেয় আইডিতে।

ঘটনা সিরাজগঞ্জ মেডিকেলের। সসমেকের না।

একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আজকের ঘটনার বিবরণ:

আমাদের কমিউনিটি মেডিসিনের লেকচারার রায়হান শরীফ তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী তমালের পায়ে আইটেম পরীক্ষা চলাকালীন গুলি করেন।এখানে উল্লেখ্য যে ফরেন্সিক মেডিসিনে পর্যাপ্ত শিক্ষক থাকার পরেও তিনি জোরপূর্বক আমাদের আইটেম নেন।

আজ দুপুর তিনটা নাগাদ আমাদের মেডিকেলে আইটেম চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।আইটেম শেষ হতে অনেক দেরি হয়ে যাওয়ায় তিনি বলেন আমাদের গণ আইটেম নিবেন।সেসময় আমরা রুমে আনুমানিক ২৫ জন উপস্থিত ছিলাম।আজ ক্লাসে তিনি তমালকে দাঁড় করিয়ে বকাঝকা করেন এবং হুমকি দেন আইটেম টেবিলে ওকে দেখে নিবেন বলেম।

আইটেম শুরু হওয়ার আগে উনি আমাদের বলেন আমাদের পোষা প্রাণী আছে কিনা। তারপর নিজের বন্দুক বের করে বলেন এইটা আমার পোষা পাখি। অত:পর উনি গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন।

 একসময় তমালকে টার্গেট করে সত্যি সত্যিই গুলি চালিয়ে দেন।গুলিটি তমালের থাইয়ের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে লাগে।আমাদের আরেকজন ব্যাচমেটের কানের পাশে দিয়ে গুলি যায়।সে এখন কানে শুনতে পারছেনা।

এখানে উল্লেখ্য তমালের সাথে তার কোনরকম কথা কাটাকাটি হয়নি।কোনকারণ ছাড়াই তিনি গুলিটি চালান।বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়ে কিছুটা ভুল তথ্য প্রচার করা হয়েছে।

ঘটনার আকষ্মিকতায় আমরা সকলে হতভম্ব হয়ে যায়।তখনও আমাদের সেই নরপশু শিক্ষক হম্বিতম্বি চালিয়ে যায় এবং তমালকে হসপিটালে নিয়ে যেতে অনেকরকম বাধা দেয়।অত:পর আমাদের ব্যাচের ছেলেরা আপ্রান চেষ্টা চালিয়ে তমালকে হসপিটালে নিয়ে যায়।

তিনি পূর্বেও ক্লাসে অনেকবার ফায়ারআর্মস, ছুরি, দা,ধারালো অস্ত্র নিয়ে এসেছেন।আমাদের অসংখ্যবার হুমকি দিয়েছেন গুলি করে দেওয়ার। উনি প্রফ পরীক্ষা চলাকালীন সময়েও গুলি নিয়ে এসে আমাদের হুমকি দিয়েছে। এই বিষয়ে আমাদের প্রফেসররা অবগত।

তিনি খুব ছোট ছোট কারণে ক্লাসে কিছু ছেলেমেয়েকে টার্গেট করতেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতেন।

তার আচরণ কখনোই একজন শিক্ষক বা ডাক্তারের মতো ছিলনা।তার আচরণ ছিল সন্ত্রাসীর মতো।

আমার প্রশ্নগুলো হল একজন শিক্ষক ক্লাসে ক্রমাগত বন্দুক নিয়ে আসে কীভাবে?

উর্ধ্বতন কতৃপক্ষের এতদিন সবকিছু দেখেও চোখ বন্ধ করে রাখার কারণটা কী?

আর সবথেকে বড় প্রশ্ন একজন সরকারি মেডিকেলের স্টুডেন্ট হয়েও আমাদের নিরাপত্তা কোথায়? আমরা তো আজ আর নিজেদের ক্লাসরুমেও নিরাপদ নই।

আমরা এর সঠিক বিচার চাই।

#WeWantJusticeRightNow

Copied,

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 7

আম্মু আব্বুর সাথে শেষ ইফতার করেছিলাম সেই ২০২২ সালে 😞

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 8

কখনো কখনো জীবনে প্রয়োজন শুধু একটিমাত্র আলিংগন ………..

#কাছের_মানুষ_দূরে_থুইয়া!

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 9

আমরা আমাদের ইংলিশ শেখার এপ্লিকেশনের একটি নতুন ভার্সন ProductHunt এ লঞ্চ করেছি…

এই লিংকে গিয়ে আপনারা আপনাদের ভোট দিতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন: https://www.producthunt. com/posts/Vocalo

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 10

সবার জন্য একটি ছোট উপহার 🖤

ছোট্ট উপহার হলেও কিন্তু অনেক পাওয়ারফুল, কারণ কোর্সটি বানাতে আমাকে অনেক কাঠখড়ি পুরাতে হয়েছে (এক বছর আগে)

* রাত জেগে করি কাজ তোমাদের মত ঘুমায় না 😁

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 11

 জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি !

————————

পদের নাম:- মডারেটর

অনলাইন ভিত্তিক ফেসবুক অফিসিয়াল পেজ এর জন্য জরুরী ৫ জন ছেলে মডারেটর প্রয়োজন।

কাজের বিবরণ:-

কাস্টমারদের প্রতিটা ম্যাসেজ পড়ে ভালোভাবে রিপ্লাই করতে হবে।

নতুন কাস্টমার তৈরি করতে হবে। এবং প্রতি মিনিটে ৩ জন কাস্টমার কে রিপ্লাই দেওয়ার সক্ষমতা রাখতে হবে।

রিপ্লাই স্পিড ভালো হতে হবে। এবং কাস্টমারদের সমস্যা কথা শুনে সমাধান করার সক্ষমতা রাখতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- ন্যূনতম HSC সম্পন্ন।

বয়স:- ২০ হতে ২৫ বছর।

অভিজ্ঞতা:- কমপক্ষে ৬ মাস।

চাকরির ধরন:- ফুল – টাইম।

কাজের অবস্থান:- বনানী, ঢাকা।

বেতন:- আলোচনা সাপেক্ষ।

পদের নাম:- কম্পিউটার অপারেটর

জরুরী ভিত্তিক ২ জন ছেলে কম্পিউটার অপারেটর প্রয়োজন।

কাজের বিবরণ:-

প্রতি মিনিটে ২০ টা শব্দ টাইপিং করার সক্ষমতা থাকতে হবে।

এক্সেল, মাইক্রোসফট, ডাটা এন্ট্রি, সকল ধরনের ফাইল কাজ জানতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- নূন্যতম HSC সম্পন্ন।

বয়স:- ২০ হতে ২৫ বছর।

 অভিজ্ঞতা:- কমপক্ষে ১ বছর।

চাকরির ধরন:- ফুল – টাইম।

বেতন:- আলোচনা সাপেক্ষ।

💠পদের নাম:- স্টোরবয়

💠জরুরী ভিত্তিতে ৩ জন স্টোরবয় প্রয়োজন।

কাজের বিবরণ:- 

স্টকের প্রোডাক্টের আপডেট রাখা।

স্টকে নতুন প্রোডাক্ট আসলে গুছানো।

প্রোডাক্ট স্টক আউট হলে সেটি জানানো।

শিক্ষাগত যোগ্যতা:- নূন্যতম ৮ম শ্রেনী পাশ সম্পন্ন।

বয়স:- ১৮ হতে ২২ বছর।

 অভিজ্ঞতা:- ফ্রেশার / কমপক্ষে ৬ মাস।

চাকরির ধরন:- ফুল – টাইম।

কাজের অবস্থান:- বনানী, ঢাকা।

বেতন:- আলোচনা সাপেক্ষ।

যোগাযোগ:- Email : sanveesshawon@gmail.com

বি:দ্র: চাকরির বিষয় পেইজ এ কোনো প্রকার মেসেজ দিবেননা।

শেষ তারিখ: ৩ মার্চ ২০২৪ ইং

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 12

নোয়াখালী মুসাপুর ব্লগ আসছে আজ সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 13

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;

আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,

পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা

অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :

– জীবনানন্দ দাশ

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 14

বেশ কিছুক্ষণ ফেসবুক বন্ধ থাকায় আমার মতো কে কে বারবার প্যানিক হয়ে ফেসবুক লগইন করার চেষ্টা করছিলে ?? আর কে এমন আছো যে জানোই না ফেসবুক কিছুক্ষনের জন্য বন্ধ ছিল?? comment এ বলো

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 15

প্রিয় ভক্তবৃন্দ ও ভালোবাসার মানুষগুলা  কেমন আছেন সবাই?

আমার ফেসবুকে তো কোন সমস্যা দেখছি না – part 16

আল্লাহর সৃষ্টি সব’ই সুন্দর”

Md Abu Saeed

Md Abu Saeed is a dedicated online portal news journalist and publisher based in UK, Bangladesh . With a passion for storytelling and a commitment to delivering accurate and timely information, he has become a notable figure in the realm of digital journalism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com