Uncategorized
ঘোড়দৌড়ের পুরস্কার ছাগল-টিভি-ফ্রিজ-মোবাইল
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে প্রচন্ড শীত উপক্ষো করেও ভিড় করেন হাজারো দর্শক। বিজয়ীদের দেয়া হয় ছাগলসহ নানান পুরস্কার।
মাঠে দুরন্ত বেগে ছুটে বেড়াচ্ছে ঘোড়া, চারিদিকে দর্শকদের উল্লাস।
নূর মোহাম্মদ
১ মিনিটে পড়ুন
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড় আজলদী এলাকায় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা।সরেজমিনে দেখা যায়, কেটে ফেলা আমন ধানের বিশাল মাঠে উদ্দাম গতিতে ছুটে চলছে ঘোড়া। তীব্র গতির লড়াই, কে-কার আগে যাবে! ধুলা উড়িয়ে সম্মুখ পানে ছুটে চলা ক্ষিপ্র গতির ঘোড়ার সওয়ারিদের চোখ শেষ প্রান্তে বাঁধা লাল ফিতায়। ডেটলাইন ছুঁতে পারলেই মিলবে বিজয় মালা! সেই সঙ্গে দুই পাশে হাজারো দর্শকের হৈ-হুল্লড়।